ঢাকামঙ্গলবার , ২৮ নভেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জের শ্রীনগরে সরকারী কসনা লীজ সম্পত্তিতে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

50
admin
নভেম্বর ২৮, ২০২৩ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

ওসমান গনি মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে শ্রীনগরে সরকারী একসনা লীজ সম্পত্তিতে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল থেকে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের ১নং উত্তর বালাশুর নতুন বাজারে এই পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠে রাঢ়ীখাল গ্রামের মৃত আবুল কাশেম খানের ছেলে সনেট খানের বিরুদ্ধে।

এই ব্যাপারে তদন্তে চেয়ে ঐ এলাকার মাসুদ মাদবর বাদী হয়ে সহকারী কমিশনার (ভুমি) বরাবরে আবেদন করেন। অভিযোগের আলোকে জানা যায়,রাঢ়ীখাল মৌজার ১৭১- ১৭৬ খতিয়ানের ৮৫১/৫৯, ৮৫০/৬০ দাগের ৩০ শতাংশ নাল হালে দোকান সম্পত্তি বিগত ২০০৮ সনে মাসুদ মাদবর লীজ সুত্রে মালিক হয়ে ২০১০ সনে ভরাট ও দোকান নির্মাণের অনুমতি পেয়ে দোকান ঘর নির্মাণ করে ভোগ দখলে রয়েছেন।

ঘটনার দিন মঙ্গলবার সকাল থেকে ঐ এলাকার সনেট খান,ফারুক খান,দুদু মাদবর, নুরুল হক মোল্লাগং ইট বালু সিমেন্ট এনে নিয়ম বহিভুতভাবে জোড় পূর্বক পাকা স্থাপনা নির্মান করছেন।এতে মাসুদ মাদবর বাধা দিলে তারা কোন কর্ণপাত না করে নির্মান কাজ চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে পাকা স্থাপনা নির্মানকারী সনেট খান এর কাছে জানতে চাইলে তিনি বলেন,আমার মা শাহানারা বেগম হাল সন পর্যন্ত এই সম্পত্তি লীজ সুত্রে মালিক।

আরও পড়ুন:কুড়িগ্রামে অপহরণের ৪ দিন পার হলেও সন্ধান পাননি পুলিশ

লীজ সম্পত্তিতে পাকা স্থাপনা নির্মানের অনুমতির ব্যাপারের তিনি কোন সদত্তর দিতে পারেনি। রাঢ়ীখাল ইউনিয়ন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য সুলতান খান বলেন,এই জমি মাপযোগের দিন মেম্বার হিসেবে আমাকে ডাকা হয়েছিল বিধায় আমি উপস্থিত ছিলাম। রাঢ়ীখাল ইউনিয়ন সহকারী তহসিলদার আমির হোসেন বলেন,আমি সরেজমিনে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছি। সহকারী কমিশনার(ভুমি) সাফফাত আরা সাঈদ বলেন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।