মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন এ বিরুদ্ধে ৭ম শ্রেণীর ছাত্র তাসফিম আলী-কে মারধর করার ও তাকে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।
উল্লেখ্য অভিযোগ করেন ,ভাঙ্গা পৌরসভা ভাংগা ,১নং প্যানেল মেয়র,মোঃ আইয়ুব আলী, বলেন,১০ অক্টোবর ২০২৩ তারিখ ভাংগা মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে ভাংগা পৌরসভা হইতে ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়াম পর্যন্ত রাস্তা নির্মাণের সময় ভাংগা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের রাস্তার পার্শ্বে থাকা একটি স্কুলের বোডিং পরিত্যাক্ত টিনের ঘর ভেঙ্গে রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন করি।সেই সময় প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন সরকারি কাজে তিনি বাধা সৃষ্টি করে।
তখন আমি তাকে বলি যে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে আমি কাজ করছি।তাহলে আপনি কেনো সরকারি কাজে কেনো বাধা দিচ্ছেন। আপনার কিছু জানার থাকলে আপনি অত্র বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কর্তৃপক্ষের থেকে আপনি জানতে পারেন। এবং ১৫/১০/২০২৩ ইং তারিখে আমার ছেলে ৭ম শ্রেণীর ছাএ মোঃ তাসফিম আলী (১৩), রোল নম্বরঃ ০৮, ক শাখা, ভাংগা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ৩য় বেলে,ছাএ।প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন ক্লাশ রুমে ছাত্রদের উপস্থিতিতে বললেন তুই জুতা পরস নাই কেন? এই কথা বলিয়া আমার সন্তানকে কারেন্টে মোটা তার দিয়ে ও বেত দিয়ে মারধর করে । পরে আমার ছেলে অসুস্থ্য অবস্থায় বাসায় গিয়ে আমার স্ত্রীকে কাছে বিষয়টি জানায।
পরে আমার স্ত্রী স্কুলে এসে প্রধান শিক্ষক কে জিজ্ঞেস করলে আমার সন্তানে কি অপরাধ?। আমার ছেলেকে কেনো মারধর করেছেন, আমার এই কথা প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন কে বললে উল্টো আমার স্ত্রীর সাথে অকথ্য ভাষায় গালিগালাজ ও খারাপ আচরণ করেন প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন। তাসফিম আলী মা জানায়,যে আমার ছেলে একজন এ্যালার্জি রোগে আক্রান্ত। কিছুদিন আগে চেন্নাই, ভারতে কৎসার নিয়ে ডাক্তার দেখাই। এবং ডাক্তার বলেছেন আপনার ছেলেকে জুতা পড়ানো যাবে না।
এ বিষয়টি আমি ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তির করা সময় মৌখিক ভাবে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, একরাম আলী কে ও জানানো হয়েছে। আমার ছেলে অপরাধ কি প্রধান শিক্ষক কে জিজ্ঞেস করলে আমার ছেলেকে কেনো মারধর করেছেন, আমার ছেলে কি অপরাধ?। এই কথা প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন কে বললে উল্টো আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও খারাপ আচরণ করে প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন।