ঢাকাশুক্রবার , ১ ডিসেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জের আটিগ্রামে রাস্তার ওপর ছাপড়া ঘর নির্মাণ, জনগণের চলাচল বন্ধ

50
admin
ডিসেম্বর ১, ২০২৩ ৩:০০ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার মোঃ আমিনুর ইসলাম

মানিকগঞ্জ জেলা সদর থানার আটিগ্রাম ইউনিয়নের মধ্যবরুন্ডি গ্রামে জনগণের চলাচলের স্বার্থে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে রাস্তা পূর্ণ নির্মাণের নির্দেশে আসে। রাস্তা সংস্কার প্রায় শেষের দিকে ।

এ অবস্থায় ক্ষমতা দেখিয়ে রাস্তার মাথায় ছাপড়া ঘর নির্মাণ করে জনগণের চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন স্থানীয় ৪-৬ ওয়ার্ডের মহিলা মেম্বার জনাব শেফালী বেগম । এমন অভিযোগের ভিত্তিতে তথ্য নিয়ে জানা যায়, ওই প্রকল্পের কাজটি শুরু হয়েছে ২৩/০৯/২৩ইং থেকে। যা গত ১৫ ই নভেম্বর শেষ হওয়ার কথা । কিন্তু নানা বাঁধা-বিপত্তির কারণে এখনো কাজটি শেষ হতে প্রায় ২০ মিটার বাকি আছে ।

রাস্তার মাথায় ছাপড়া ঘর নির্মাণ করে ও আবর্জনা ফেলে জনগণ চলাচলে অক্ষম করে রেখেছে রাস্তাটিকে । এমন কর্মে অসন্তোষ প্রকাশ করে পার্শ্ববর্তী জনগণ সহ স্থানীয় সরকার । ইউপি মহিলা সদস্য অভিযোগ করে বলেন , “মোঃ ইন্নত আলীর ছেলে শামীম ও রুবেল দুজনেই পুলিশে চাকরি করে । আমাদের কর্মীদের ভয় ভীতি দেখিয়ে তাদেরকে কাজে আসতে বাধা দেয় এবং তারা কয়েকজন মিলে সরকারি জায়গা দখল করে রাস্তার উপর ছাপড়া ঘর নির্মাণ করে । এ বিষয়ে আমি থানায় অভিযোগ দাখিল করেছি ।

তারা আইনের চাকরি করে ‘আইন’ কে ভঙ্গ করবে ! এটা মেনে নেওয়া যায় না । ন্যায়ের পথে চলবো আমার সাথে সকল জনগণ একমত । ওই অভিযোগ পত্রে প্রায় ১০০র অধিক গণস্বাক্ষর আছে । আমি আশাবাদী যে, অতি তাড়াতাড়ি আমরা সুবিচার পাব । প্রশাসনের প্রতি আমাদের দাবি, অতি তাড়াতাড়ি বিষয়টি তদন্ত করে সরকারি কাজকে পূর্ণতা দিয়ে জনগণের চলাচলে সহায়তা করা হোক ।

থানায় অভিযোগ পত্র থেকে জানা যায়, প্রাথমিকভাবে ৭জনের নাম উল্লেখ করা হয়েছে । তবে স্থানীয় সরকার বলেন, উল্লেখিত সাত জনসহ আরও আরো কিছু লোক এমন অপকর্মে জড়িত থাকতে পারে । তবে সঠিকভাবে তাদেরকে নির্ণয় করা হলে, তাদের নামেও থানায় অভিযোগ করা হবে । স্থানীয় জনগণের দাবি, অতি দ্রুত আমাদের চলাচলের ব্যবস্থা করা হোক ।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।