স্টাফ রিপোর্টার মোঃ আমিনুর ইসলাম
মানিকগঞ্জ জেলা সদর থানার আটিগ্রাম ইউনিয়নের মধ্যবরুন্ডি গ্রামে জনগণের চলাচলের স্বার্থে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে রাস্তা পূর্ণ নির্মাণের নির্দেশে আসে। রাস্তা সংস্কার প্রায় শেষের দিকে ।
এ অবস্থায় ক্ষমতা দেখিয়ে রাস্তার মাথায় ছাপড়া ঘর নির্মাণ করে জনগণের চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন স্থানীয় ৪-৬ ওয়ার্ডের মহিলা মেম্বার জনাব শেফালী বেগম । এমন অভিযোগের ভিত্তিতে তথ্য নিয়ে জানা যায়, ওই প্রকল্পের কাজটি শুরু হয়েছে ২৩/০৯/২৩ইং থেকে। যা গত ১৫ ই নভেম্বর শেষ হওয়ার কথা । কিন্তু নানা বাঁধা-বিপত্তির কারণে এখনো কাজটি শেষ হতে প্রায় ২০ মিটার বাকি আছে ।
রাস্তার মাথায় ছাপড়া ঘর নির্মাণ করে ও আবর্জনা ফেলে জনগণ চলাচলে অক্ষম করে রেখেছে রাস্তাটিকে । এমন কর্মে অসন্তোষ প্রকাশ করে পার্শ্ববর্তী জনগণ সহ স্থানীয় সরকার । ইউপি মহিলা সদস্য অভিযোগ করে বলেন , “মোঃ ইন্নত আলীর ছেলে শামীম ও রুবেল দুজনেই পুলিশে চাকরি করে । আমাদের কর্মীদের ভয় ভীতি দেখিয়ে তাদেরকে কাজে আসতে বাধা দেয় এবং তারা কয়েকজন মিলে সরকারি জায়গা দখল করে রাস্তার উপর ছাপড়া ঘর নির্মাণ করে । এ বিষয়ে আমি থানায় অভিযোগ দাখিল করেছি ।
তারা আইনের চাকরি করে ‘আইন’ কে ভঙ্গ করবে ! এটা মেনে নেওয়া যায় না । ন্যায়ের পথে চলবো আমার সাথে সকল জনগণ একমত । ওই অভিযোগ পত্রে প্রায় ১০০র অধিক গণস্বাক্ষর আছে । আমি আশাবাদী যে, অতি তাড়াতাড়ি আমরা সুবিচার পাব । প্রশাসনের প্রতি আমাদের দাবি, অতি তাড়াতাড়ি বিষয়টি তদন্ত করে সরকারি কাজকে পূর্ণতা দিয়ে জনগণের চলাচলে সহায়তা করা হোক ।
থানায় অভিযোগ পত্র থেকে জানা যায়, প্রাথমিকভাবে ৭জনের নাম উল্লেখ করা হয়েছে । তবে স্থানীয় সরকার বলেন, উল্লেখিত সাত জনসহ আরও আরো কিছু লোক এমন অপকর্মে জড়িত থাকতে পারে । তবে সঠিকভাবে তাদেরকে নির্ণয় করা হলে, তাদের নামেও থানায় অভিযোগ করা হবে । স্থানীয় জনগণের দাবি, অতি দ্রুত আমাদের চলাচলের ব্যবস্থা করা হোক ।