নিজস্ব প্রতিবেদক
কাজিপুরে দলীয় নিয়ম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী যুবলীগের সহ-সভাপতিকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
শনিবার ২’ডিসেম্বর কাজিপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সকাল ১০ টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। উল্লেখ্য- গত ২৯ নভেম্বর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাজিপুর পৌরসভার প্যানেল মেয়র শরিফুল ইসলাম কুড়ানের উপর অতর্কিত হামলা চালিয়ে আহত করে দূর্বৃত্তরা।
পরে পৌরসভার সাবেক মেয়র ও কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি নিজামকে কুপিয়ে জখম হয়। এই হামলার ঘটনার সাথে জড়িত থাকায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাছির উদ্দিন তাছু ও পৌর আওয়ামী যুবলীগের সহ-সভাপতি সোহাগ সরকারকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়। এসময় উপস্তিত ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন মাস্টার।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন। সহ-সভাপতি নজরুল ইসলাম। যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার। সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার। দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম। আইন বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ। শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন। ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শাহ আলম কাজল।