ইমাম হাসান (সোহান), টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ছাত্তারকান্দি বাসষ্ট্যান্ড এর উত্তর দিকে ঢাকা-জামালপুর মহাসড়কে বেশ কিছুদিন যাবৎ স্হানীয় কৃষকেরা ধান ও খড় শুকাতে দিচ্ছে। এতে করে মহাসড়কে দ্রুতগতির যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকির সৃষ্টি হচ্ছে। যে কোন সময় প্রাণহানির মতো ঘটনা ঘটে যেতে পারে। এই প্রতিবেদক পর পর তিন দিন এই রাস্তায় ধনবাড়ী হতে নারায়ণপুর যাওয়ার সময় একই চিত্র দেখতে পান । পথচারীদের সাথে কথা বলে জানা যায় বারবার নিষেধ করা সত্ত্বেও ঐ এলাকায় মহাসড়কের আশেপাশের কৃষকেরা ঝুঁকিপূর্ণ ভাবে সড়কে ধান এবং খড় শুকাতে দিচ্ছে। এতে করে যখন তখন বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হচ্ছে। কিন্তু কৃষকেরা এই বিষয়টা তেমন গুরুত্বপূর্ণ না ভাবায় ঝুঁকি রয়েই যাচ্ছে। ধনবাড়ীর ট্রাক চালক আনিস বলেন মহাসড়কে কোন রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা আইনত দণ্ডনীয় অপরাধ । এই বিষয়ে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি আইনের প্রয়োগ কামনা করেন। কারণ দুর্ঘটনা ঘটলে একতরফা শুধু চালকের দোষারোপ করা হয় । আর এতে যানবাহন চালক এবং মালিকরাই ক্ষতিগ্রস্ত হয় । ট্রাক চালক আনিস মহাসড়ক পরিষ্কার রাখতে এই প্রতিবেদকের কাছে উপরমহলের দৃষ্টি আকর্ষণ করার আহ্বান জানান।
আরো পড়ুন, দৈনিক তালাশ টাইমস্ এ