ঢাকাসোমবার , ৪ ডিসেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে আগুনে দগ্ধ গৃহবধু, পরিবারের দাবি হত্যা

50
admin
ডিসেম্বর ৪, ২০২৩ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

এম.সাইদুর রহমান, ক্রাইম-রিপোর্টার:

পটুয়াখালীর বাউফলে রাবেয়া অক্তার রুমা(৩০) নামের এক গৃহবধুর দগ্ধ লাশ উদ্ধার করেছে বাউফল থানা পুলিশ। মেয়ের পরিবারের দাবি স্বামী ও শশুর মিলে আগুন দিয়ে হত্যা করা করেছেন। সোমবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বগা ইউনিয়নের বানাজোড়া গ্রামে ওই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বগা ইউনিয়নের বানাজোড়া গ্রামের মো. বেল্লাল জোমাদ্দার(৪৫) সাথে ২০১৪সালে পাশের মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা গ্রামের ফজলুর রহমানের মেয়ে রাবেয়া আক্তার রুমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই দেনা পাওনা নিয়ে বেল্লালের পরিবারের সাথে ঝামেলা চলে আসছিলো। ঘটনার দিন সকালে এসব নিয়ে বিল্লাল রুমাকে বেধরক মারধর করেন। এর কিছুক্ষণ পরেই স্থানীয়রা অগুন দেখে ছুটে এসে নেভানোর চেষ্টা করে। ততক্ষণে ঘটনাস্থলেই মারা যান রুমা।

নিহত রুমার বড় ছেলে মো. আসাদ(৭) বলেন, ‘আমার মাকে সকালে বাবা মেরেছে। পরে আমার বাবা (বেল্লাল) ও আমার দাদা (আরমান জোমাদ্দার) দুজনে মিলে আমার মায়ের শরীরে আগুন ধরিয়ে দেয়।’ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। তাদের কাছ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়েছে। আগামি কাল সকালে লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন, দৈনিক তালাশ টাইমস্ এ 

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।