মিজানুর রহমান, ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরের ভাংগা উপজেলার আলগী ইউনিয়নের হরিরহাট থেকে বিশ্বরোড সংযোগ সড়কের কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের কাজ করার অভিযোগ পাওয়া গেছে। ২ কোটি ৫০ হাজার টাকা প্রকল্প ব্যায়ে সড়কের ৩ কিলোমিটার এস,বি,বি রাস্তায় নতুন করে পাকার কাজ করছেন লিপু এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজের শুরুতেই অনিয়ম করেন ঠিকাদারি প্রতিষ্ঠান। রাস্তায় খনন করে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে ভরাট করেন।ভিজে কাঁদা – মাটি মিশ্রিত বালু ফেলে ভরাট করে। কিছুদিন যেতে না যেতেই রাস্তার ইট ভাঙ্গা খোয়া ও বালু মিশিয়ে রাস্তায় দিয়ে কাজ শুরু করে।সেখানে গিয়ে দেখা যায় বালুর পরিমাণ বেশি তাতে নাম মাত্র খোয়া মিশে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে দেয় এবং তার উপর সেই পুরাতন ইট ভাঙ্গা খোয়া ময়লা আবর্জনা মিশ্রিত তড়িঘড়ি করে দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা।একাজের দেখবাল করা এস, ও আলিমুজ্জামান থাকলেও কাজের স্থানে দেখা যায়নি ভাংগা উপজেলা প্রকৌশল দপ্তরের কোন কর্মকর্তা কর্মচারিকে।
রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা ও খোয়া কম দিয়ে কাজ করার বিষয় লিপু এন্টারপ্রাইজ এর সত্বাধিকারী বেলায়েত হোসেন বলেন কাজ ভালো কি মন্দ দেখার অফিসের লোকজন আছে আপনাদের কাছে হিসাব দিতে হবেনা।
ভাংগা উপজেলা প্রকৌশল অধিদপ্তর এর উপ সহকারী মোঃ মফিজুর রহমান বলেন, ভাই আপনারা সাংবাদিক কাজে অনিয়ম হলে লিখবেন স্বাভাবিক কিন্তু এই রাস্তার কাজের বিষয় কিছু লিখবেন না। আপনারা ঠিকাদারের সাথে একটু যোগাযোগ করেন।
রাস্তায় কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও কাজের মান খারাপ হওয়ায় এলাকার মানুষের মাজে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। রাস্তায় ঠিকাদারের নিম্নমানের কাজ করায় টেকসই উন্নয়ন ব্যহত হচ্ছে।
আরো পড়ুন, দৈনিক তালাশ টাইমস্ এ