মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের দেবরাজ বুড়াবিলের কাঁচা রাস্তার ছোট কালভার্ট টি ভেঙ্গে যাওয়ায় যানবাহন চলাচলে মানুষের চরম মরণ ফাঁদ। যে কোনো সময় যানবাহন নিয়ে দুর্ঘটনা ঘটতে পারে । আমন ধান কাটার আগেই কালভার্ট মেরামত বা নতুন কালভার্ট তৈরির জোর দাবি করেছেন ঐ এলাকার কৃষক।
কৃষক উমাকান্ত ভৌকি বলেন, গত দেড় বছর ধরে এই কালভার্ট টি ভেঙে পরে আছে। এতে আমগাঁও ইউনিয়নের ৮ থেকে ১০টি গ্রামের কৃষকের কৃষিপণ্য বহন, যানবাহন ও ১০ হাজার মানুষের চলাচলের জন্য কালভার্ট টি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে।
বিকল্প কোন রাস্তা না থাকায় জীবন ঝুঁকি নিয়ে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী সহ সাধারণ মানুষ দিনের বেলায় চলাচল করলেও রাতের বেলায় পরতে হয় মহাবিপাকে। ইতোমধ্যেই সেখানে বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে। তাই কৃষকের আমন ধান কাটার আগেই জনস্বার্থে অতি জরুরিভাবে ঐ স্থানে নতুন কালভার্ট তৈরির একান্ত প্রয়োজন।
এ ব্যাপারে রানীশংকৈল উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ মাইনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অতি শীঘ্রই ঐ ছোট কালভার্টি মেরামতের জন্য উপজেলা পরিষদে সিদ্ধান্তনেয়া হয়েছে ।