মোকাররম হোসেন পিয়াস ফেনী প্রতিনিধি
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন এবং দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার প্রত্যয়ে ফেনীর দাগনভূঞায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে দাগনভূঞা উপজেলা পরিষদের সামনের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্বা নিবেদন করা হয়। পরে অফিসার্স ক্লাবে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলার সহকারী কমিশনার ভূমি মেহেরাজ শারবিন, অফিসার ইনচার্য আবুল হাসিম, প্রানী সম্পদ কর্মকর্তা সুজন কান্তি দাস, মুক্তিযোদ্ধা সৈয়দ আহম্মদ, দাগনভূঞা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম খান, মু্ক্তি যোদ্ধা সন্তান সংসদ আনোয়ারুল আজিম,প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে বিজয়ের দ্বারপ্রান্তে একটি জাতিকে মেধা শূণ্য করতে পরিকল্পিতভাবে দেশের সূর্য সন্তানদের নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। তাদের আত্মত্যাগ বৃথা যায়নি। আমাদের দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। আত্ম উপলব্ধির এ দিনে সবাইকে দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে। তবেই দেশ ও দেশের মানুষের কল্যাণ নিশ্চিত হবে।