মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর-৩ আসনের নৌকা প্রার্থীর এক সমর্থককে মেরে আহত করার অভিযোগ উঠেছে।আজ (২৫ ডিসেম্বর) সোমবার বেলা ১১টার দিকে কালকিনি উপজেলার মাছবাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।এই ঘটনায় আহত নৌকার সমর্থক হলেন কালকিনি উপজেলার উত্তর ঠেঙ্গামারা গ্রামের আবুল হোসেন সরদারের ছেলে জুয়েল সরদার (৩৫),হামলার শিকার প্রাথমিক চিকিৎসা শেষে নিজেই বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ সহ আরো অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আহত জুয়েল সরদার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের সমর্থক ও কর্মী। ঘটনার দিন বেলা ১১ টার দিকে নৌকা প্রতিকের প্রচারনা শেষে নিজ বাড়ীতে যাওয়ার সময় কালকিনি কাঁচা বাজার এলাকায় পৌছালে প্রতিপক্ষ তাহমিনা সিদ্দিকীর ঈগল প্রতিক সমর্থক বেশ কয়েকজন মিলে তার গতিরোধ করে হামলা চালিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে আহত রক্তাক্ত অবস্থায় হামলার শিকার আহত জুয়েলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা তাকে ফেলে রেখে পালিয়ে যায় পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হামলার বিষয়ে আহত জুয়েল সরদার জানান,”আমি নৌকার সমর্থন করি বিধায় হামলাকারীরা আমাকে হত্যা করতে চেয়েছিল।স্থানীয় লোকজন চলে আসায় আমি বেঁচে গিয়েছি।আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।আমি চাই এঘটনার সুষ্ঠু বিচার হোক।”
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ নাজমুল হাসান বলেন, “হামলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।