মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা)
খুলনার পাইকগাছায় দীর্ঘদিনের দাদনের টাকা ফেরত চাওয়ার অপরাধে মিতা রাণী মন্ডল (৩০) মহিলা চিংড়ী ব্যবসায়ীকে পিটিয়ে মারাত্মক আহত করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল ৯ টার দিকে উপজেলার দক্ষিণ কাইনমুখী গ্রামে ঘটনাটি ঘটেছে। মিতা মন্ডল স্থানীয় ঘের মালিক পরিমল সর্দারেরকে ঘেরের মাছ মিতা রানীর কাছে বিক্রয় করবে মর্মে ২৫ বছর আগে ৫০ হাজার টাকা দাদন দেন। এদিকে মাছ বা টাকা বারবার তাকাদা দিলেও পাওনা টাকা ফেরৎ দিতে নানা তালবাহানা করে আসছে পরিমল।ঘটনার দিন মিতা রানী চিংড়ী মাছ কিনে বাড়ি ফেরার পথে তার বাড়ীতে তাকাদা দিতে গেলে পরিমলের সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ে তাকে ইট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এবং এবং প্রাণনাশের হুমকি দেয়।
মিতা রানী পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিয়েছেন।এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ হয়েছে। পাইকগাছা থানার ডিউটি অফিসার ব্রজ কিশোর পাল জানান,অভিযোগ পেয়েছি।
এ ব্যাপারে পরিমল বলেন, এধরণের কোন ঘটনা ঘটেনি। সে আমার কাছে ৭৫০২ টাকা পাবে। আমার নামে মিথ্যা অভিযোগ করছে।