রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকাদি উপজেলার তালপট্টি এলাকায় পদ্মা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার থেকে মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৭শে জানুয়ারী) দুপুরে ওই নারী বিথী বেগম (৪০) কে সন্দেহ মুলক জিজ্ঞাসা করিলে তিনি এক পর্যায়ে বিভিন্ন সময়ে মালামাল চুরির বিষয়টি স্বীকার করে বলেন, আমি চুরি করেছি ওই ক্লিনিকের শেয়ারকৃত মালিক অসিত কুমার সরকারের কথায়। চুরি কৃত মাল কোথায় রয়েছে জান্তে চাইলে বলেন, তালপট্টি কৃষি ব্যাংকের পিছনে কালাম মোল্লার বাড়ীতে আমার বোনের বাসায় আছে। পরে সেখান থেকে সার্জারী বিভাগের মালামালগুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় বালিয়াকাদি থানায় দুইজনের নাম উল্লখ করে লিখিত অভিযাগ দিয়েছে অপর দুই শেয়ার মালিক। অভিযুক্ত ব্যক্তিরা হলেন , বালিয়াকাদি উপজেলার হাড়ীখালী গ্রামের, অনিল কুমার সরকারের ছেলে, অসিত কুমার সরকার(৫০) পদ্মা ক্লিনিকের শেয়ারের মালিক।
উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামের, মোঃখলিল বিশ্বাস এর মেয়ে, ক্লিনিকের কর্মরত স্টাফ বিথি বেগম (৪০) অভিযোগ সূত্র জানা যায়, ওই নারী সেবিকা হিসেবে পদ্মা ক্লিনিকে এক বছর তিনমাস ধরে কর্মরত বয়েছে, ঐ ক্লিনিকের একজন শেয়ার হোল্ডার অসিত কুমার সরকার(৫০), এর সহযোগিতায় ক্লিনিকের কর্মরত স্টাফ বিথী বেগম (৪০), পিতা- মোঃ খলিল বিশ্বাস, প্রতিনিয়তই ক্লিনিক হইতে বিভিন্ন প্রকার ঔষধ ও মালামাল চুরি করে ক্লিনিকের শেয়ার কৃত মালিক মনির হোসেন (কালন)বলেন, ২৭/১২/২০২৩ সকাল ৯ টার সময় স্টাফ বিথী বেগম ক্লিনিক হইতে সার্জারী বিভাগের কিছু মালামাল চুরি করিয়া নিয়া যায়।
পরে তাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করিলে তিনি চুরির কথা স্বীকার করেন এবং তাহার দেওয়া তথ্য মোতাবেক বালিয়াকান্দি তালপট্টি কৃষি ব্যাংকের পিছনে কালাম মোল্লার বাড়ী হইতে সার্জারী বিভাগের মালামাল উদ্ধার করা হয়। পরে স্বীকার করে, এ ঘটনায় ক্লিনিকে শেয়ার মালিক অসিত কুমার সরকার জড়িত আছে বলে জানায়। অভিযাগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকাদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন,তদন্ত পূর্বেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।