ঢাকাশনিবার , ৩০ ডিসেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে সহকারী শিক্ষা অফিসার সাজ্জাদ এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

50
admin
ডিসেম্বর ৩০, ২০২৩ ৯:০১ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ২০২৪ সালের পাঠ্য বই বিতরণে কিছু অনিয়মের অভিযোগ থাকায় বই এর দায়িত্ব থেকে সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: সাজ্জাদ হোসেনকে অব্যাহতি প্রদান করা হয়।

সম্প্রতি গত ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা: রুনা লায়লা তাকে একটি অব্যাহতি পত্র প্রেরন করেন। অব্যাহতি পত্রের মাধ্যমে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলা শিক্ষা অফিসের আওতায় সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন দীর্ঘদিন যাবত বই এর দায়িত্ব পালন করে আসছেন। এ অবস্থায় ২০২৪ সালের পাঠ্য বই বিতরণে তার বিরুদ্ধে কিছু অনিয়মের অভিযোগ উঠে।

ঐ দিন বিকাল ৪টার মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লার নিকট গুদাম ঘরের চাবি জমা প্রদানের নির্দেশনা দেওয়া হয় ঐ পত্রে। এ ব্যাপারে অব্যাহতি পত্রের কপি ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসার বরাবরে অনুলিপি প্রদান করা হয়।

এ ব্যাপারে সহকারী সদর উপজেলা শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেনের সাথে মুঠোফোনে কথা বলা হলে তিনি বলেন, এ বিষয়ে জানতে হলে অফিসে আসবেন কথা হবে। আপনি ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলেন।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা: রুনা লায়লার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, লিখিত কোন অভিযোগ পাইনি তবে পাঠ্য বই বিতরণে অনিয়মের অভিযোগ আসার সাথে সাথে আমি তাকে বই এর দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করি।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।