ঢাকাশনিবার , ৩০ ডিসেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরের সালথায় স্কুলের মাটি দিয়ে প্রধান শিক্ষকের বাড়ির রাস্তা

50
admin
ডিসেম্বর ৩০, ২০২৩ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান ফরিদপুর জেলা প্রতিনিধি :

ফরিদপুরের সালথা উপজেলার নারানদিয়া জয়নদ্দিন মাতুব্বর উচ্চ বিদ্যালয়ের স্কুল মাঠের মাটি ভেক্যু মেশিন দিয়ে রাতের আধারে কেটে নিয়ে গেলেন প্রধান শিক্ষক তার নিজ বাড়িতে।

স্কুলের মাটি দিয়েই রাস্তা করেছেন প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম। দুইযুগ ধরে সালথা উপজেলার নারানদিয়া জয়নদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধন শিক্ষকের দায়িত্ব পালন করছেন মোঃ সিরাজুল ইসলাম। দায়িত্ব পালনে পর থেকেই বিদ্যালয়ের নানাবিধ অনিয়মের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বিদ্যালয়ের শিক্ষকরাও তার জিম্মি দশায় রয়েছেন বলে জানা যায়। নবনির্মিত স্কুল ভবন এর মাটি স্কুল মাঠে স্তুপ করা থাকলেও সেই মাটি রাতের আধারে ভেকু গাড়ি দিয়ে কেটে নগরকান্দা উপজেলার বিনকদিয়া গ্রামে নিয়ে প্রধান শিক্ষকের বাড়ির রাস্তা করেন। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সাব্বির হোসেন বলেন নির্মাণাধীন ভবনের কিছু মাটি রাবিস ছিলো তা মাঠ পরিস্কার করার লক্ষ্যে প্রধান শিক্ষক নিয়ে গেছে।

প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম জানান স্কুলের মাঠে ঠিকাদারের কিছু রাবিস ছিলো তা আমার গ্রামের বাড়ির রাস্তায় ফেলানোর জন্য আনছি।ঠিকাদার আমার উপর চাপিয়ে দিছে।স্কুলের মাটি নেওয়ার বিষয়ে সালথা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকীর মুঠো ফোনে ফোন দিলে বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।