মোঃ জহিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
বরিশাল -২ আসনের স্বতন্ত্র প্রার্থীর সুযোগ্য কন্যা তাহরীন হক বলেছেন তার বাবা একজন ভালো মানুষ সব সময় মানুষের জন্য কাজ করে গেছেন সব সময় মানুষের সুখে দুঃখে পাশে থাকেন তিনি আরো বলেছেন তারা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ধরে রেখেছেন এবং ধরে রাখতে চান কিন্তু থানা আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বিভ্রান্তি সৃষ্টি করতেছে। এমনকি তারা বাইশারীতে এক কর্মী রিয়াজের উপর অতর্কিত হামলা চালায়। তাছাড়া উজিরপুরের ধামুরা নির্বাচন কমিটির সভাপতি শফিক বালী তার ওপর ও হামলা করার পরিকল্পনা করে আসতেছে।
এছাড়া নৌকার প্রার্থী রাশেদ খান মেননের লালিত পালিত ক্যাডার বাহিনী প্রতিনিয়ত আমার বাবার নেতাকর্মীদের উপর হামলা ও হুমকি অব্যাহত রেখেছে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করতেছে সেই সাথে আমার বাবার বিভিন্ন জায়গায় ব্যানার পোস্টার তারা ছিড়ে ফেলতেছে যা অবশ্যই নির্বাচন আচরণবিধি লংঘন করতেছে তিনি আরো বলেন যারা এসব কাজ করতেছে তাদের বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষ ভাবে প্রশাসন ও ইসিকে অনুরোধ জানাচ্ছি।
তিনি আরোও বলেন, আমার বাবার নির্বাচনী ইশতেহারের ভিতরে থাকতেছে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে স্মার্ট বরিশাল- ২ আসন গড়ে তোলা যেহেতু আমার বাবা দিনের পর দিন এই এলাকার মানুষের পাশে ছিল মানুষের বিভিন্ন রকম সমস্যা প্রয়োজন মিটানোই ছিল আমাদের রাজনীতির মূল লক্ষ্য তাছাড়া বরিশাল ২ আসনকে তারন্য নির্ভর স্মার্ট ভাবে গড়ে তোলা তরুণদের স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে তোলা নারীর কর্মসংস্থান নিশ্চিত করা সর্বাপরি এই সম্ভাবনায় কৃষি বান্ধব এলাকায় স্মার্ট কৃষি গড়ে তোলা আমার বাবার প্রধান লক্ষ্য । তিনি আরো বলেন আমার বাবা যেহেতু একজন সৎ মানুষ, শিক্ষিত, ভদ্র, সম্ভ্রান্ত পরিবার ছেলে ,ভালো মনের মানুষ সকলে তাকে পছন্দ করে সেহেতু অন্যান্য রাজনৈতিক দল থেকে দল মত নির্বিশেষে আমার বাবাকে ভোট দেবে ইনশাআল্লাহ।
তিনি এক প্রশ্নের জবাবে বলেন, আমার বাবা অত্র এলাকায় খুবই জনপ্রিয় একজন মানুষ একজন সৎ ব্যবসায়ী তিনি কোনরকম টেন্ডারবাজি, চাঁদাবাজি , গুন্ডামি , এগুলোর সাথে কোনভাবেই জড়িত নয় তিনি আরো বলেন আমার বাবা যদি আল্লাহর রহমতে নির্বাচিত হইতে পারে তাহলে সব সময় তিনি বরিশাল- ২ আসনের মানুষের পাশে থাকবে । তিনি সর্বশেষ একটা কথাই বলেন যে যদি সুষ্ঠু নির্বাচন হয় ইনশাল্লাহ ২০২৪ সালের জানুয়ারি মাসের ৭ তারিখ বিপুল ভোটে তার বাবা ঈগল প্রতীক নিয়ে বিজয়ী হবেন ।