ঢাকাবুধবার , ৩ জানুয়ারি ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে রাতের আধারে নৌকার নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ, বিচারের দাবীতে বিক্ষোভ

50
admin
জানুয়ারি ৩, ২০২৪ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে নৌকা প্রতীকের একটি নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ ও মুক্তিযোদ্ধার বাড়ির একটি ক্যাম্প ভেঙ্গে দিয়েছে দূর্বৃত্তরা। এই ঘটনার বিচারের দাবীতে নৌকার সমর্থকরা বিক্ষোভ মিছিল করেছেন।বুধবার (৩ জানুয়ারি) গভীর রাতে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।বিক্ষোভ মিছিলে এসময় উপস্থিত ছিলেন নাজিম আকন, মিজান খলিফা, জুলহাস মহাজোন, রিয়াদ কাজী, হাসান মৃধা, কাশেম সরদার, কাঞ্চন সরদার, ইউসুফ সরদার, সত্তার আকন, শাহীন হাওলাদার ও স্বপন সরদারসহ প্রায় অর্ধশত নৌকার সমর্থক।

এলাকা ও বেশ কয়েকজন নৌকার সমর্থকদের অভিযোগ সুত্রে জানা গেছে, আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান গোলাপের সমর্থকরা কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামে মহাজোন বাড়ির সামনে একটি নৌকার নির্বাচনী ক্যাম্প তৈরী করে সেখান থেকে নির্বাচন পরিচালনা করে আসছেন সমর্থকরা। কিন্তু বুধবার গভীর রাতে কেবা-কাহারা ওই নির্বাচনী ক্যাম্পে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এবং নৌকার ঝুলানো বেশ কিছু পোস্টার ছিরে ফেলা হয়। এদিকে পৌর এলাকার ৫নং ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের বাড়িতে নির্মানাধীন একটি নৌকার নির্বাচনী ক্যাম্প রাতে দূর্বৃত্তরা ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ করেন ওই মুক্তিযোদ্ধা।

বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান বলেন, আমি বঙ্গবন্ধুর সৈনিক ও শেখ হাসিনার কর্মী। তাই আমি আমার বাড়িতে নৌকার একটি ক্যাম্প তৈরী করেছি। সেই ক্যাম্প ভেঙ্গে দিয়েছে। আমি এর বিচার চাই।

কালকিনিতে রাতের আধারে নৌকার নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ, বিচারের দাবীতে বিক্ষোভ

কালকিনি পৌর মেয়র ও নৌকার নির্বাচনী প্রতিনিধি এস.এম হানিফ বলেন, আমরা শান্তিপূর্ন নির্বাচন চাই। নির্বাচন উপলক্ষে কোন প্রকার সহিংসতা চাইনা। তবে নৌকার ক্যাম্প পোড়ানো ও ভাঙ্গা কীসের আলামত বলতে পারিনা। প্রশাসনে নিকট সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন তিনি।এ বিষয়ে কালকিনি থানার ওসি তদন্ত মো. মারগুব তৌহিত বলেন- আমরা এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।