মোঃ সবুজ ভোলা জেলা প্রতিনিধি
পৌষের শীতে খুবই কষ্টে দিন কাটাচ্ছে ভেদুরিয়ার চর চুটকিমারার গরিব মানুষরা। স্থানীয় সমাজকর্মী মনির হোসেন এর মাধ্যমে এমন খবর পেয়ে শুভাকাঙ্ক্ষী ও বন্ধুদের সহযোগিতায় অর্ধশতাধিক কম্বল নিয়ে ইলিশা সমাজকল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সোমবার সকালে চর চটকিমারা বিচ্ছিন্ন এলাকায় বিতরণ করেন।
এ কম্বল বিতরণের সময় এক বৃদ্যা মহিলাকে কম্বল দিলে তিনি খুশি হয়ে বলেন, এই কনকনে শীতে কেউ খবর রাখেনি বাবা, আল্লাহ তোমাদের বাঁচিয়ে রাখুক।
বিচ্ছিন্ন চর চটকিমারার শীতার্ত মানুষদের কম্বল বিতরণের সময় ইলিশা সমাজকল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের সহ-সভাপতি ইকবাল হোসেন রাজু, সাধারণ সম্পাদক ইয়ামিন হাওলাদার, নির্বাহী সদস্য অনিক আহমেদ, শফিক খান এবং চটকিমারা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।