ঢাকামঙ্গলবার , ১৬ জানুয়ারি ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

রূপগঞ্জে দুস্থ গরিব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

50
admin
জানুয়ারি ১৬, ২০২৪ ১১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

মো: রাসেল মোল্লা রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিভিন্ন এলাকায় গরিব অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

১৬ জানুয়ারি মঙ্গলবার রূপগঞ্জ দুস্থ কল্যাণ ফাউন্ডেশনের নিজস্ব অর্থ্যায়নে ৫ শতাধিক মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ দুস্থ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক এসএম রোবেল মাহমুদ, সংগঠনে অন্যান্য সদস্য রিপন সরকার, মোঃ পারভেজ, এনামুল হক, সিরাজুল ইসলাম, মোঃ শাহীন, সৈকত হোসেন, গোলাম মোস্তফা সাগরসহ আরো অনেকে।

বিতরণী সভায় সংগঠনে সভাপতি মকবুল হোসেন বলেন, রুপগঞ্জ দুস্থ কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে রূপগঞ্জের হাটাবো ও ভুলতা এলাকায় অসহায়, হত-দরিদ্র ও সুবিধা বঞ্চিত ৫ শতাধিক মামুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। এ শীতবস্ত্র বিতরণীয় কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা রূপগঞ্জ দুস্থ কল্যাণ ফাউন্ডেশন অসহায় ও হত দরিদ্র মানুষের পাশে সবসময় আছি এবং থাকবো।

সংগঠনের সাধারণ-সম্পাদক এস এম রোবেল মাহমুদ বলেন, গরিব অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে মধ্য দিয়ে আমরা রূপগঞ্জ দুস্থ কল্যাণ ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করেছি। এ সংগঠনের মাধ্যমে রূপগঞ্জের গরিব অসহায়, হত দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়াবো।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।