মিজানুর রহমান ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আকতারুজ্জামান কুদ্দুস মোল্লা ইউনিয়নের এক হাজার অসচ্ছল হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
১৯ জানুয়ারী শুক্রবার সকাল সাড়ে আটটায় তার নিজ বাড়িতে আনুষ্ঠানিকভাবে এ কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা খান,ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউদ্দিন মোল্লা, সাবেক চেয়ারম্যান জামাল মোল্লা,বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক রেজাউল করিম,কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস সরকার,ব্যবসায়ী রেজো মাতব্বর,ব্যবসায়ী হারুন মোল্লা। এসময় ইউনিয়নের ৭ টি গ্রামের অস্বচ্ছল হতদরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র কম্বল হাতে তুলে দেন।
বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আখতারুজ্জামান কুদ্দুস মোল্লা বলেন, প্রতি বছরই ইউনিয়নের অসচ্ছল হতদরিদ্র মানুষকে শীতবস্ত্র দিয়ে থাকি, এ বছর ১হাজার কম্বল বিতরণ করছি।