ডেস্ক রিপোর্ট
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে, সংসদ বাতিল, কারাবন্দি নেতাদের মুক্তিসহ ১ দফা দাবি আদায়ে এবার দু’দিনের কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
রোববার (২১ জানুয়ারি) নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের মুখে এক, অন্তরে অন্যকিছু।
- আরও পড়ুন:নড়াইলে আ.লীগে যোগ দিলো বিএনপির নেতা
এখনো প্রতিদিন বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। বিদেশিদের অভিনন্দনের নামে সরকার অপপ্রচার চালাচ্ছে।
বিএনপির এই নেতা বলেন, ৭ জানুয়ারির ভোট শুধু দেশের জনগণ নয়, সকল গণতান্ত্রিক বিশ্বেও প্রত্যাখ্যাত হয়েছে।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।