নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে তিন হাজার শীতের কম্বল বিতরন করলেন নবনির্বাচিত সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী।
সোমবার (২২ জানুয়ারি) সকালে পৌর শহরের মুজিব সড়ক রোডে সখিনা মোতাহার কল্যাণ ট্রাস্ট্রের পক্ষ থেকে ৩ হাজার শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করেন।
মানুষ মানুষের জন্য এই স্লোগানকে সামনে রেখে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিনা মোতাহার কল্যাণ ট্রাস্ট্রের প্রতিষ্ঠাতা ও সিরাজগঞ্জ ২ সদর ও কামারখন্দ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী।
তিনি নিজ হাতে অসহায় মানুষের মাঝে এই কম্বল বিতরণ করেন। এসময় ট্রাস্টের সদস্য লাবু তালুকদার, সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।