ঢাকাসোমবার , ৫ ফেব্রুয়ারি ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার হাত বিচ্ছিন্নের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

50
admin
ফেব্রুয়ারি ৫, ২০২৪ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ সোহেল মিয়া স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জের কটিয়াদীত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়নকে কুপিয়ে দুই হাত বিচ্ছিন্ন ও হত্যা চেষ্টার ঘটনায় এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এতে স্থানীয় হাটবারে ঘন্টাব্যাপী মানববন্ধনে হাতে প্লেকার্ড নিয়ে কয়েকশো নারী-পুরুষ অংশ নেয়৷ এছাড়াও একই স্থানে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) এর ব্যানারে পৃথক আরো একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয় ৷

সোমবার ৫ ফেব্রুয়ারী সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এই কর্মসূচি চলে। পরে হাজারো মানুষের বিক্ষোভ মিছিলটি গচিহাটা বাজার ঘুরে কলেজ মাঠে এসে শেষ হয়। এসময় উপস্থিত মানুষ এই পৈশাচিক ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের বিচার দাবি করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম জাহাঙ্গীর,সহস্রাম ধূলদিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, শাখাওয়াত হোসেন টিপু, চান্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহতাব উদ্দিন,ডাক্তার নূরুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ সহ আরো অনেকে।

উল্লেখ্য গত ১ ফেব্রুয়ারি রাত নয়টা ১০ মিনিটের দিকে সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের গচিহাটা বাজার থেকে বাড়ি ফেরার পথে কাছারিপাড়া মোড়সংলগ্ন এলাকায় কুপিয়ে নয়ন মিয়ার দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে দেয় দুর্বৃত্তরা। তিনি এখন ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন। গত শনিবার ২ ফেব্রুয়ারী কটিয়াদী মডেল থানায় নয়নের ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে ১৯ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ১৯ জনের মধ্যে ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।