ঢাকাবুধবার , ৭ ফেব্রুয়ারি ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন

সানন্দবাড়ীতে সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

50
admin
ফেব্রুয়ারি ৭, ২০২৪ ১২:১২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মোস্তাইন বিল্লাহ দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। সদ্য ঘোষিত নতুন কমিটিকে অসাংবিধানিক, বিতর্কিত ও ব্যক্তিকেন্দ্রিক আখ্যা দিয়ে এ বিক্ষোভ মিছিল করেছেন।

বুধবার (৭ফেব্রুয়ারি) দুপুরে সানন্দবাড়ী বাজার এলাকায় ছাত্রলীগের পদত্যাগ করা ও সাবেক নেতাদের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে বক্তব্য রাখেন পদত্যাগ করা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন,সাবেক ছাত্রনেতা রফিকুজ্জামান দুরন্ত, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাহাদী হাসান, সাবেক ছাত্রলীগনেতা রোমান হাসান ,সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান শিশির, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম আকন্দ,চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আকন্দ, চরআমখাওয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সভাপতি আবু শামা আকন্দ, চর আমখাওয়া ইউনিয় যুবলীগের যুগ্ম আহবায়ক খলিলুর রহমান সাদ্দাম, প্রমুখ।

বিক্ষোভকারী ছাত্রলীগের একাধিক নেতা বলেন, কমিটি গঠনের বিষয়ে সাংগঠনিক থানা ছাত্রলীগের কমিটি বা স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আলোচনা করা হয়নি। বিক্ষোভকারীরা অবিলম্বে ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম মুসার নেতৃত্বে গঠিত কমিটি বাতিলের দাবি জানান। না হলে কাফনের কাপর পরে আন্দোলনের হুমকি দেন তারা।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি সানন্দবাড়ী সাংগঠনিক উপজেলা শাখা ছাত্রলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এ কমিটি গঠনের পর দিন কমিটির ৫৫ জন ছাত্রলীগ নেতা পদত্যাগ করে এই কমিটি বাতিলের দাবি জানান।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।