ঢাকারবিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন মাত্র এক জন

50
admin
ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

তানভির হোসেন রাজু, স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি ১৯৯৮ সালে স্থাপিত হলেও ২০০৪ সালে এসে এমপিওভুক্ত হয়।  প্রতিষ্ঠানটিতে ছাত্রীর সংখ্যা ১০০জনের বেশি। পাঁচজন এমপি ভুক্ত শিক্ষকসহ প্রতিষ্ঠানটিতে মোট ১১ জন কর্মরত রয়েছেন। চলমান পরীক্ষায় বিদ্যালয়টি থেকে মানবিক বিভাগের শিক্ষার্থী রুবিনা আক্তার শিমুলবাড়ি মিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ১১ নং কক্ষ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করছেন।
একটি এমপিও ভুক্ত প্রতিষ্ঠান থেকে একজন মাত্র শিক্ষার্থী নিয়মিত এস এসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন এমন প্রশ্নে করোনা কালীন সময় ও বাল্যবিবাহকে দায়ী করেছেন প্রতিষ্ঠানের শিক্ষকরা।
অতীতে যা হয়েছে হয়েছে আগামীতে প্রতিষ্ঠানটিতে বেশি ছাত্র-ছাত্রী ও  লেখাপড়ার মান  উন্নয়নে কাজ করবেন বলে জানিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক  নুর জামাল মিয়া।
অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি থেকে মোট তিনজন পরীক্ষা দিলেও নিয়মিত ১ জন পরীক্ষা দিচ্ছেন বলে নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব।
পরীক্ষার্থী রুবিনা আক্তারকে জিজ্ঞেস করলে জানায়,   আমার সব বান্ধবীদের বিয়ে হয়েছে তাই একাই পরীক্ষায় অংশগ্রহণ করছি।
উপজেলা মাধ্যমিক অফিসের কামরুল ইসলাম জানান, উচ্চ মাধ্যমিকের পাঠদানের অনুমতি পেলে প্রতিষ্ঠানটি জুনিয়র এমপিওভুক্ত, তবে উচ্চ মাধ্যমিকের এমপিওভুক্ত করতে নির্দিষ্ট পরিমাণ পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে পাঠদানের অনুমতি বাতিলের সম্ভাবনা রয়েছে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।