আবদুল মান্নান তামিম, তজুমদ্দিন (ভোলা)
ভোলার তজুমদ্দিনে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমনের নির্বাচনী উঠান বৈঠক ও ইফতার দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ এপ্রিল) উপজেলার শম্ভুপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড আলী একাব্বর পাটোয়ারী বাড়িতে উঠান বৈঠক ও ইফতার দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। এলাকার সর্বস্তরের আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠানের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ায় উঠান বৈঠকটি একপর্যায়ে কর্মী সভায় পরিণত হয়। লাভলু পাটোয়ারী ও রিয়াজ পাটোয়ারীর সঞ্চালনায়,আবদুল বারেক মাস্টারের সভাপতিত্বে
অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন তিনি বলেন, আমি মানুষের সেবা করার জন্য নির্বাচনে প্রার্থী হয়েছি। আমার লক্ষ হচ্ছে, সুষম উন্নয়ন বঞ্চিত উপজেলার তৃণমূল পর্যায়ের মানুষকে নিয়ে কাজ করা। আমি তাদের অধিকার নিয়ে কাজ করতে চাই।বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য দেন তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য ইশতিয়াক হাসান, ইলিয়াস পাটোয়ারী, এসময় বক্তারা উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।