স্টাফ রিপোর্টার, আর জে রাজ
পবিত্র মাহে রমজান উপলক্ষে লালমনিরহাট জেলা পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলীয় নেতাকর্মীদের সম্মিলিত উপস্হিতিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।৩১ শে মার্চ রবিবার বিকেল ৫ টায় ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ব্যারিষ্টার হাসান রাজীব প্রধান,সদস্য জাতীয় নির্বাহী কমিটি,জাতীয়তাবাদী দল(বিএনপি).উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বুড়িমারী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল জলিল,সঞ্চালনায় ছিলেন এ এইচ এম নিয়াজ নাহিদ- সাধারণ সম্পাদক বুড়িমারী ইউনিয়ন বিএনপি, আরও উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব আব্দুল করিম প্রধান,মোঃ সফিকার রহমান-ভারপ্রাপ্ত সদস্য সচিব,মোঃ ওয়ালিউর রহমান সোহেল- যুগ্ন আহবায়ক’ উপজেলা বিএনপি’ ও সহযোগী সংগঠনের মোঃ জাকির হোসেন সুমন-সদস্য সচিব উপজেলা যুবদল,মোঃ রাশেদুর রহমান রাসেদ-সিনিয়র যুগ্ন আহবায়ক উপজেলা যুবদল,মোঃ হাসিকুল প্রধান- যুগ্ন আহবায়ক উপজেলা যুবদল, মোঃ একরামুল হক কিরণ- আহবায়ক- উপজেলা স্বেচ্ছাসেবক দল,মোঃ মেহেদী হাসান সনেট(রাজ)-আহবায়ক উপজেলা ছাত্রদল’সহ নাজমুল হুদা(মুন্না),মোঃ মতিউর রহমান মাহী, মোঃ মেরাজ হোসেন’সহ উপজেলা বিএনপি,ইউনিয়ন বিএনপি,সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা বিএনপি’র অন্যতম সদস্য, শাখাওয়াত হায়াত প্রধান বাবু- অধ্যক্ষ পৌর বিএম কলেজ ও সকল স্তরের সাংবাদিকবৃন্দরা । বক্তারা তৃনমুল পর্যায়ের নেতাকর্মীসহ সকলের কাছে বেগম খালেদা জিয়ার সুস্হতার জন্য দোয়া চান এবং জাতীয় নির্বাহী কমিটির নির্দেশনার অপেক্ষায় সকলকেই ধৈর্যসহকারে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।