আব্দুর রাজ্জাক স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ১০ জুন সোমবার এই মর্মান্তিক ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানাযায় উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের ফরিদুল ইসলামের দেড় বছরের মেয়ে ফারিয়া।ফারিয়া দুপুরে বাড়িতে খেলতে খেলতে কখন যে বাড়ির পাশে জমিতে মাছ চাষ করা পানিতে পরে ডুবে যায় তা পরিবারের কেউ জানে না।
বেশ সময়ের পর ফারিয়ার মা ফারিয়াকে দেখতে না পেয়ে খোঁজা খুঁজি শুরু করলে পানিতে ভাসতে দেখে।পরে তাত্ক্ষণিক ফারিয়াকে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
অপরদিকে উপজেলার পাইকেছছরা ইউনিয়নের শিলবাড়ি এলাকার শামছুল হকের ছেলে ঝন্টু মিয়া ভোরে দুধকুমার নদিতে মাছ ধরতে গিয়ে ডুবে মারা যায়।পরে সকালের দিকে মান্নান নামে একজন একি স্থানে জাল ফেলে মাছ ধরার সময় জালে ওজন বেশী মনে হলে পানিতে নেমে জাল তোলার সময় পায়ে নিহতের লাশ লাগে।পরে স্থানীয়রাসহ পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন নিহতদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।