নিজস্ব প্রতিবেদক
রামুতে কুরবানির পশু জবাই করার সময় গরুর লাথিতে আব্দুল কাদের (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
ঈদের দিন উপজেলার ঈদগড় ইউনিয়নের ৮নং ওয়ার্ড কোদালিয়া কাঁটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাদের ওই এলাকার মৃত রামাদান করিমের ছেলে।ওয়ার্ড মেম্বার সরোয়ার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঈদের জামাত শেষে গ্রামে গরু কুরবানি করছিলেন কাদের। এ সময় হঠাৎ গরুটি তাকে বুকে লাথি মারে। এতে কাদের অচেতন হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে দ্রুত ঈদগড় মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কাদেরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।