মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেস বগাইল টোল প্লাজায় মোটরসাইকেল,ভ্যান ও টলির সাথে ত্রিমুখী সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টায় দিকে ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেস সড়কের বগাইল টোল প্লাজার সামনে এ দুর্ঘটনাটি ঘটে।এসময় মোটরসাইকেল আরোহী রানা মুন্সী তার সাথে থাকায় ২ বন্ধু সহ আহত হয়।রানা গুরুতর আহত বেশী হওয়া রানাকে দ্রুত ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হলে শনিবার ভোর রাতে তার মৃত্যু হয়।
নিহত হলেন,ভাঙ্গা পৌরসভার বাইশাখালী গ্ৰামে আজম আলীর পুত্র রানা মুন্সী ১৮) নামের নিহত হন। তিনি ভাঙ্গা পাইলট হাইস্কুলে ১০ম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল বেলা ৩ বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়।সন্ধ্যার দিকে হাইওয়ে এক্সপ্রেস মহাসড়কে বগাইল টোল প্লাজার সামনে পৌঁছালে মোটরসাইকেল ও ভ্যান ও টলির সঙ্গে সংঘর্ষ হয়।পরে তিন বন্ধু ছিটকে রাস্তায় উপর পড়ে গেলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে যায়। পরে রানাকে ফরিদপুর মেডিকেলে এবং সেখান থেকে রাতে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হলে রানা ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।