দিনাজপুর প্রতিনিধি ;
দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের পোস্ট অফিসের পুকুরে পরিচয়হীন এক নারীর মৃতদেহ উদ্ধার করেছেন ফুলবাড়ী থানা পুলিশ।
স্থানীয় সুত্রে জানা যায়, আজ (২৭ জুন) দুপুর ১টায় পোস্ট অফিসের পরিত্যাক্ত পুকুরের পাশে ঝোপে খড়ি সংগ্রহ করতে গিয়ে একটি মহিলার লাশ দেখতে পায় । বিষয়টি ফুলবাড়ী থানায় জানালে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান সংঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসে এবং লাশ উদ্ধার করে ফুলবাড়ী থানায় নিয়ে যায়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, স্থানীয়দের মধ্যমে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং লাশটিকে সনাক্তের চেষ্টা করি। এখন পর্যন্ত মৃতদেহের কোন পরিচয় পাওয়া যায়নি। তদন্ত স্বাপেক্ষে জানা যাবে কোথায় থেকে কিভাবে এখানে এই নারীর লাশ এই পুকুরে এসেছে ।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।