ঢাকাশনিবার , ২৯ জুন ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা-হেলপার নিহত

50
admin
জুন ২৯, ২০২৪ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে একটি সিমনেন্টবোঝাাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে এসময় ট্রাকে থাকা হেলপার নিহত হয়েছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।

শনিবার (২৯ জুন) ভোরে উপজেলার হরিণচড়া মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপার চাঁপাইনাবগঞ্জ সদরের গোহালবাড়ীর তাজউল ইসলামের ছেলে মোরসালিন ২০। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করে জানান, ভোররাতে ঢাকা থেকে একটি সিমেন্টবোঝাই ট্রাক নাটোরের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে লেন ছেড়ে ডান পার্শ্বে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এ সময় ট্রাকে থাকা হেলপার ছিটকে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়, পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেন। এসময় তিনি আরও জানান, গাড়ীর ড্রাইভার ঘুমের ভাবে গাড়ী ড্রাইভ করছিলেন বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে রেখে, চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।