আব্দুর রাজ্জাক স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় (২)জুলাই মঙ্গলবার উপজেলার পাথরডুবী ইউনিয়নের বাঁশজানী গ্রামের চানমিয়ার স্ত্রী তছিরন বেগম (৩৬) আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তার পরিবার।
পরিবার সূত্রে জানাযায় তছিরন বেগমের দীর্ঘদিন থেকে সারা শরিরে চুলকানি রোগ হয়।চুলকানি রোগের মেডিসিন খেতে হয় বছরের পর বছর।কিছুদিন ওষুধ খাওয়ার পর স্বামী দিন মুজুর হওয়ায় বন্ধ হয়ে যায় ওষুধ কেনা।এদিকে মৃত্যুর দিন সকালে শরিরে চুলকানি উঠলে কোনো কুল কিনারা না পেয়ে গৃহবধূ তছিরন তার ওরনা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মৃত গৃহবধূর রয়েছে দুটি ফুট ফুটে সন্তান একটি ছেলে অপর এক জন মেয়। উক্ত ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সবুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মাঝে মাঝে শুনতাম ওই গৃহবধূর শরীরে চুলকানি উঠলে অস্থির হয়ে পড়তেন।
আজ চুলকানি সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন।মৃত গৃহবধূর পরিবারের কোনো অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয় এবং এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।