ঢাকাবৃহস্পতিবার , ৪ জুলাই ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

মিঠাপুকুরে টয়লেটের সেপটিক ট্যাংকে পড়ে তিনজনের মৃত্যু

50
admin
জুলাই ৪, ২০২৪ ৬:১২ পূর্বাহ্ণ
Link Copied!

মিঠাপুকুর প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুর উপজেলায় লাউ গাছের পাতা তুলতে গিয়ে একই পরিবারের দুইজনসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে কার্বন-ডাই-অক্সাইডের কারণে। এ ঘটনার অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় উপজেলার শাল্টি গোপালপুর ইউনিয়নের উদয়পুর গ্রামে মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়।বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ ও ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার।

স্থানীয়দের বরাতে জানা যায় -বাদশা মিয়ার স্ত্রী দেলোয়াড়া বেগম (৫৫) লাউয়ের পাতা উঠানোর জন্য বাড়ির পিছনের জঙ্গলে মই দিয়ে উঠা মাত্রই টয়লেটের ঢাকনা ধসে গিয়ে টয়লেটের গর্তে পড়ে যায়। মাকে উঠানোর জন্য তার ছোট ছেলে ইদা মিয়া(৩৫) টয়লেটের গর্তে লাফ দেয়।তাদের উঠতে না দেখে পাশের বাড়ির তবারক মিয়ার ছেলে ইবলুল মিযা(৩৫) সাহসিকতার সহিত ঝপিয়ে পড়লেও সেও আর উপরে উঠতে পারেনি।

পরবর্তীতে মিঠাপুকুর ফায়ার সার্ভিসে জানানো হলে একটি দল এসে উদ্ধার কাজে ব্যর্থ হলে পরবর্তীতে রংপুরের দলকে কল করে নিয়ে আসেন ।ফায়ার সার্ভিস কর্মীদের দুইটি ইউনিট মিলে কয়েক ঘন্টার চেষ্টায় উদ্ধার কাজ সম্পন্ন করেন। প্রথমে ইবলুল, দ্বিতীয় ইদা ও শেষে তার মা দেলোয়াড়া বেগমকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা ।

মিঠাপুকুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা রবিউল ইসলাম জানান- ঘটনার তথ্য পাওয়ার সাথে সাথেই ফায়ার ডিফেন্স কর্মীরা টয়লেটের সেফটি ট্যাংক থেকে উদ্ধার করার চেষ্টা করা হয়। দীর্ঘ চেষ্টায় ব্যর্থ হলে আমরা রংপুরের ফায়ার ও ডিফেন্স কর্মীদের অবগত করলে তারা সহ দুটি ইউনিট দীর্ঘ প্রচেষ্টার পর তিনটি মরাদেহ উদ্ধার করা হয়।

মিঠাপুকুর থানা অফিসার্স ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান-টয়লেটের শোকলে পরে কার্বন মনোক্সাইড গ্যাসে তিনজনের মৃত্যু হয়েছে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।