ঢাকাবুধবার , ১৭ জুলাই ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন

মিঠাপুকুরে আবু সাইদের মৃত্যুর প্রতিবাদে কোটা বিরোধীদের বিক্ষোভ

50
admin
জুলাই ১৭, ২০২৪ ৯:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

আশিকুর রহমান মিঠাপুকুর

রংপুরের মিঠাপুকুরে দেশব্যাপী কোটা বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা এবং আন্দোলনে নিহত শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় কোটা সংস্কার চেয়ে বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ পালন করেছেন কোটা বিরোধী শিক্ষার্থীরা। এসময় রংপুর বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তি চেয়ে রংপুর ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা।

বুধবার (১৭-জুলাই) দুপুর সাড়ে বারোটার সময় মিঠাপুকুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন প্লেকার্ড এবং হাতে লেখা ব্যানার নিয়ে কোটা বিরোধী স্লোগান দেন।

সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ডাকা এই বিক্ষোভ সমাবেশে সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে উপজেলার বিভিন্ন স্থানে অবস্থান নেন। পরে দুপুর সাড়ে বারোটার সময় কোটা বিরোধী শিক্ষার্থীরা মিঠাপুকুর আন্ডার পাসের নীচে একত্রিত হয়ে স্লোগান দিতে দিতে ঢাকা রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে মিঠাপুকুর গড়ের মাথা হয়ে পূনরায় মিঠাপুকুর আন্ডার পাসের নীচে এসে বিক্ষোভ করেন। এসময় সাধারণ শিক্ষার্থীরা বেরোবি শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন। এবং পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

পুলিশ নিরাপত্তার স্বার্থে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে। মিঠাপুকুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে আছে। মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, শিক্ষার্থীরা শান্তি পূর্ণ সমাবেশ করায় তাদের বাঁধা প্রদাণ করা হয়নি।তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সজাগ আছে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।