ঢাকাসোমবার , ৯ ডিসেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়ে ৮ ঘন্টা ব্যবধানে পৃথক দুর্ঘটনায় আহত ৬

50
ওসমান গনি মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
ডিসেম্বর ৯, ২০২৪ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

 মুন্সীগঞ্জের মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শ্রীনগরে পৃথক পৃথকভাবে দুর্ঘটনায় অন্তত ৬ আহত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে শ্রীনগর পুরাতন ফেরীঘাট এলাকায় ঢাকামুখী দুই বাসের সংঘর্ষে উভয় বাসের ৫ জন যাত্রী আহত হয়।

আহতদের মধ্যে মো. সিয়াম (১৯) গুরুতর আহত হয়। সে জেলার বালীগাঁও এলাকার মো. আজগর আলীর পুত্র।

অপরদিকে এদিন দুপুর দেড়টার দিকে উপজেলার পাটাভোগের কামারখোলা এলাকায় এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে একটি মালবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপের সাথে ধাক্কা লেগে পিকআপটি (ঢাকা মেট্রো ন-১৭ ৩৯৬১) উল্টে যায়। এ সময় চালক গুরুতর আহত হন। তাৎক্ষনিকভাবে আহত চালকের পরিচয় জানা যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, শ্রীনগর পুরাতন ফেরীঘাটে গাংচিল পরিবহণের একটি যাত্রীবাহী বাসকে (ঢাকা মেট্রো জ-১১০৮১১) পিছন থেকে মধুমতি ট্রান্সপোর্ট লিমিটেডের যাত্রীবাহী বাস ধাক্কা দিলে উভয় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন।

কামারখোলায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গিয়ে চালক ভিতরে আটকা পরলে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়রা জানান, এক্সপ্রেসওয়েতে প্রায় সময়ই দুর্ঘটনার ঘটনা ঘটছে। অসাবধানতা ও অতিগতি ও ওভারট্রেকিংয়ের ফলে সংঘর্ষ বাঁধছে।

এছাড়া এই রুটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রায় সময়ই প্রাণহানির ঘটনা শোনা যাচ্ছে। হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুর কাদির জিলানী জানান, আহত বাস যাত্রীদের মধ্যে একজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদিকে পিকআপ দুর্ঘটনা স্থলে পুলিশ যাচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।