ফরিদপুরের ভাঙ্গায় রাস্তা পারাপারের সময় মাদারীপুরের টেকেরহাট থেকে ফরিদপুরগামী লোকাল একটি বাস(ফরিদপুর -ব-১১-০১৩৭) এর ধাক্কায় মুক্তার মাতুব্বর(৬০) নামক এক বৃদ্ধ নিহত হয়।
তিনি ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের মৃত মোকাম মাতুব্বরের ছেলে।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা -বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌর সদরের দক্ষিণ পাড় বাসস্ট্যান্ডে।
ভাঙ্গা থানা ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা পড়ুয়া মেয়েকে দেখতে যাওয়ার পথে ভাঙ্গা বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের করার সময় তাকে একটি লোকাল বাস চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি তিন ছেলে ও তিন মেয়ের জনক।
ভাংগা থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, রাস্তা পারাপারের হওয়া সময় একটি লোকাল বাস ওই বৃদ্ধকে ধাক্কা দিলে তিনি মারা যান।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ পরিদর্শক মোঃ আব্দুল্লাহেল বাকী জানান, দুর্ঘটনায় জড়িত লোকাল বাস টি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।