ভোলার তজুমদ্দিন উপজেলাধীন দক্ষিণ খাসের হাট বাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী সংখ্যালঘু প্রাণকৃষ্ণ দাস (৬৮) উপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে দক্ষিণ খাসের হাট বাজারে তার কাপড়ের দোকানে ডুকে অতর্কিত হামলা চালায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতাল ও আহত সুত্রে জানা গেছে, তজুমদ্দিন দক্ষিণ খাসেরহাট বাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী ও তজুমদ্দিন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তরুন চন্দ্র দাসের বড় ভাই প্রাণকৃষ্ণ দাসের (৬৮) উপর শনিবার রাত ১১টার দিকে দোকানে ডুকে অতর্কিত হামলা চালায়। হামলায় প্রাণকৃষ্ণ দাসের হাত-পা সহ শরীরের বিভিন্ন অংশ ফেটে রক্তাক্ত যখম হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাতেই তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত প্রাণকৃষ্ণ দাস জানান, আমি আমার কাটা কাপড়ের দোকানে বসে ছিলাম। হঠাৎ রাত তখন সোয়া ১১টার সময় মুখোশধারী একলোক আমার দোকানে ডুকে আমার উপর এলোপাতাড়ি হামলা চালায়। হামলার একপর্যায়ে আমি অজ্ঞান হয়ে পড়ি। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে আসে, জ্ঞান ফেরার পর প্রত্যক্ষদর্শীরা জানান হামলাকারীর নাম রিয়াজ উদ্দিন। স্থানীয় সুত্রে জানা যায়, রিয়াজ দীর্ঘদিন ঢাকায় ট্রাকের ড্রাইভারী করতেন।
গত ৫ আগষ্ট সরকার পতনের পরে খাসের হাট বাজারে এসে একের পর এক সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। এঘটনায় আহত প্রাণকৃষ্ণ দাসের ছোট ভাই তজুমদ্দিন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তরুন কুমার দাস বলেন, আমার ভাইয়ের উপর কেন কি কারণে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে বিষয়টি আমরা বুঝে উঠতে পারছিনা। তবে রিয়াজ উদ্দিন দোকান ও জমি দখলের বিভিন্ন লোকজনকে ইতিমধ্যে মারপিট করেছে।
এঘটনায় আমরা থানায় অভিযোগ দায়ের করেছি। জানতে চাইলে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আব্দুল্যাহ আল মামুন বলেন, প্রাণকৃষ্ণ দাসের উপর হামলার ঘটনাটি আমরা শুনেছি। ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।