রংপুরে থার্টিফার্স্ট নাইটকে ঘিরে গতরাত থেকে চলছে র্যাবের টহল। র্যাব-১৩’র পক্ষ থেকে আতশবাজি ফোটানো, ফানুস উৎসব ও উচ্চশব্দে লাউড স্পিকার বাজানো থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে। থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে আতশবাজি ফোটানো, ফানুস উড়ানো, উচ্চশব্দে লাউড স্পিকার বাজানো পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।
শব্দ দূষণে হৃদরোগসহ অনেক স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়, মানুষ এর পাশাপাশি পশু পাখি ও মারা যায়। এ বিষয়ে পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস বলেছেন, থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে আতশবাজি ফোটালে জেল এবং জরিমানা দুটোই হবে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দেন তিনি। থার্টি ফার্স্ট নাইট ঘিরে পর্যাপ্ত সংখ্যক ম্যাজিস্ট্রেট নামানো হচ্ছে জানিয়ে তপন কুমার বিশ্বাস বলেন, দিনে এবং রাতে অভিযান চালানো হবে। আতশবাজি ও পটকা ফোটাতে দেয়া হবে না।
আতশবাজি ফোটালে এক মাসের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে।একই অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী বলেন, সারা বিশ্বে আতশবাজি একটি নির্দিষ্ট স্থানে উদযাপন করা হয়। অথচ বাংলাদেশে যত্রতত্র হয়। সেই কারণেই এবার বন্ধ করা হয়েছে। র্যাব-১৩ রংপুর এর অধিনায়ক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী, পিএসসি, জিডি (পি) বলেন, পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে র্যাব। কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য র্যাব-১৩’র আওতাধীন এলাকায় কঠোর নজরদারিতে রয়েছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।