নোয়াখালীর চাটখিলে একটি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার টাঙিয়ে বই উৎসব উদযাপন করা হয়েছে।
বই উৎসবের অনুষ্ঠানে টাঙানো ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার ছবি দেখে উপস্থিত কেউ কেউ প্রতিবাদ করলেও
শিক্ষকরা অভিভাবকদের বাঁধা উপেক্ষা করেই শেখ হাসিনার ছবি যুক্ত ব্যানার দিয়েই অনুষ্ঠান চালিয়ে যান।
বুধবার (১ জানুয়ারি) বেলা ১১টায় নোয়াখালী চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন বিরল ঘটনা ঘটেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ২২৪ জন। ১ জানুয়ারি ২০২৫ইং বুধবার নববর্ষের প্রথম দিনেই সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার জন্য বই উৎসবের আয়োজন করা হয়। এতে তিন শ্রেণির ৪৪ জনের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনসুর আলী জাগো নিউজকে বলেন, বর্তমান পরিস্থিতিতে এমন চাটখিল পৌরসভার সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের এমন স্বীদ্ধান্ত কোনোভাবেই ঠিক হয়নি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।