ঢাকারবিবার , ৫ জানুয়ারি ২০২৫
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন

হিন্দু বাড়ির পজিশন দখলের চক্রান্ত,চলছে পাল্টাপাল্টি অভিযোগ

50
নাসির উদ্দিন স্টাফ রিপোর্টার, পটুয়াখালী,
জানুয়ারি ৫, ২০২৫ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

গলাচিপায় ক্রয়কৃত বিরোধীয় জমির পজিশন দখল-বেদখল নিয়ে চলছে পাল্টাপাল্টি অভিযোগ ও সমোযোতার পরিবেশ। সৃষ্ট জটিলতা নিরসনের দ্বার উন্মোচিত হচ্ছে না আজও।

এ অবস্থা চলতে খাকলে যে কোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসীজানান। পটুয়াখালীর গোলখালী ইউনিয়ন কিসমত হরিদেবপুর মৌজার স্থায়ী বাসিন্দা উত্তম হাওলাদার এর বসতবাড়িতে জোর পূর্বক দখল নিতে চেষ্টা চালাচ্ছে মো:জসিম সরদার ও তার পরিবারের সদস্যরা।

৬ শতাংশ জমির দখল নিয়ে বেশ কিছু দিন যাবৎ জটিলতা সৃষ্টি হয় পক্ষদ্বয়ের মধ্যে। বসতবাড়ির পরিবর্তে বাহিরের জমি থেকে প্রাপ্ত ভূমি দিতে আগ্রহী ভুক্তভোগীরা। এদিকে ভারতে বসবাসকৃত নাগরিকের কাছ থেকে ক্রয়করা জমির মালিকগণ নির্ধারিত দলিলের দাগ নম্বর অনুযায়ী ভুমি দখল নিতে মরিয়া। এ বিষয়ে সমির চন্দ্র হাওলাদার বলেন, আমাদের কাছে যে জমি প্রতিপক্ষরা পায় আমরা ওই খতিয়ানের অন্য দাগ থেকে দিয়ে দিব। তিনি আরো বলেন, আমরা সংখ্যালঘু থাকায় আমাদের কোন কথাই প্রতিপক্ষরা শুনেনা।

এ বিষয়ে গোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার বলেন, এই জমির প্রকৃত মালিক হিন্দুরাই কেন যে তারা হিন্দুদের জমিতে গেল সেটা বুঝেই পাচ্ছি না। তারপরও হিন্দুদের শান্তি রক্ষার্থে ঐ খতিয়ানে অন্য জায়গা থেকে যদি তারা জমি দেয় সেখানে তারা বসবাস করলি কোন ঝামেলা থাকে না। গলাচিপা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ নাসিম রেজা বলেন, এ বিষয় নিয়ে একাধিকবার বসা হলেও দুপক্ষকে সমাধান আনতে পারিনি।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি ওই জায়গায় হিন্দুদের অনেকেরই সমাধি রয়েছে পূজো মন্ডপ রয়েছে বিষয়টি নিয়ে কালীবাড়ি কমিটি বণিক সমিতি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা চলছে ।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।