ঢাকামঙ্গলবার , ৭ জানুয়ারি ২০২৫
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে বরেন্দ্র ইন্জিনিয়ারকে কাজ না দেওয়ায় লাঞ্চিত করার অভিযোগ

50
নাসিরউদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি
জানুয়ারি ৭, ২০২৫ ৯:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

গতকাল রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী বিএমডিএ’র প্রধান কার্যালয়ে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী প্রকল্প পরিচালক শহিদুর রহমান বিএমডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চলতি দায়িত্বে আছেন ও ‘ভূ-গর্ভস্থ সেচ নালা বর্ধিতকরণের মাধ্যমে সেচ এলাকার সম্প্রসারণ’ প্রকল্পের পরিচালক তিনি।

প্রতক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যায় শহিদুর রহমানের কার্যালয়ে যান ইসলামপন্থি একটি রাজনৈতিক দলের অনুসারি একজন ঠিকাদার ও তার লোকজন। তাদের বাড়ি শহরের তেরখাদিয়া এলাকায়। কাজ না দেওয়ার অভিযোগ তুলে এ সময় তারা প্রকৌশলী শহিদুর রহমানের ওপর চড়াও হন। এ নিয়ে তর্কের একপর্যায়ে প্রকৌশলী শহিদুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ সময় তারা দপ্তরে হামলা ও ভাংচুর চালান।
ভুক্তভোগী প্রকৌশলী শহিদুর রহমান বলেন, ‘টেন্ডার প্রক্রিয়া চলমান, এখনও রেজাল্ট হয়নি। এরই মধ্যে কাজ পাবে না মনে করে ঠিকাদারের কয়েকজন ছেলে-পেলে এসে হইচই করেছে। ঠিকাদার তাদের পাঠিয়ে দিয়েছে। তাদের ব্যক্তিগতভাবে চিনি না।’
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (ইডি) শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া যায়, আলোচনা করা হচ্ছে। এভাবে তো চলতে পারে না। তারা সঠিকভাবেই কাজ করতে চান। বিষয়টি কৃষি মন্ত্রণালয়ের সচিবকে জানানো হয়েছে। সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।