ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের সহোদর গ্রামের শাহমকদুম বসিলাগাছি কবরস্থানের প্রায় তিন শতাধিক বিভিন্ন প্রজাতির আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
সম্প্রতি গত ৬ জানুয়ারী সোমবার স্থানীয়রা জানান, আমাদের এই কবরস্থানের জমিতে রোপণ কৃত আমগাছ গুলো রাতের আঁধারে কেবা কারা কেটে ফেলেছে। আমরা সকাল বেলা বাড়ি থেকে বের হয়ে এমন দৃশ্য দেখতে পাই। তারা বলেন যারাই এই জঘন্যতম কাজটি করে থাকুক না কেন, সুষ্ঠ তদন্ত করে আইনের আওতাই এনে দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন তারা।
জানা গেছে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ রাণীশংকৈল ঠাকুরগাঁও জি ডি জে আই পি প্রকল্পের আওতায় ইয়া কর্পোরেশন চাঁপাইনবাবগঞ্জ নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান ২০২১-২২ সালের অর্থবছরে সহোদর কবরস্থানের জমিতে ৭.৫ একর জায়গায় জুড়ে বৃক্ষরোপণ করে।
তবে সম্প্রতি গত ৬ জানুয়ারী সোমাবার রাতের আঁধারে প্রায় কয়েকশত আমগাছ কেটে ফেলেছে কে বা কারা এতে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। তবে এবিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছে বরেন্দ্র অফিস। রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ মুহা: আরশেদুল হক বলেন, কবরস্থানের জমির আম গাছ কাটার একটি অভিযোগ পেয়েছি বরেন্দ্র অফিসের কাছ থেকে। বিষয়টি খুবই দুঃখজনক। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।