ঢাকামঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

রূপগঞ্জে আরকে ভুঁইয়া ইন্টারন্যাশনাল স্কুলে হামলা ভাংচুর লুটপাট

Link Copied!

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকার আরকে ভুইয়া ইন্টারন্যাশনাল স্কুলে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে। গতকাল ৩১ ডিসেম্বর মঙ্গলবার ৩৫/৪০সদস্যের একদল সন্ত্রাসী এ হামলা চালায়।

হামলায় ২০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশ জানায়, খাদুন এলাকার আরকে ভুইয়া ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর কবির ভুইয়ার সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার মৃত জহির উদ্দিন প্রধানের ছেলে তানভীর হাসান মিলনের বিরোধ চলে আসছিল। এ ঘটনায় গত ২৯ডিসেম্বর সন্ত্রাসীরা জাহাঙ্গীর কবির ভুইয়ার প্রতিষ্ঠিত আরকে ইন্টারন্যাশনাল স্কুল বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের জানালে সন্ত্রাসীরা আরো ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর কবির ভুইয়াকে ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়।

পরে গতকাল ৩১ডিসেম্বর মঙ্গলবার তানভীর হাসান মিলনের নেতৃত্বে ৩০/৪০ সদস্যের একদল সন্ত্রাসী ধারালো ছেন, দা, চাপাতি, রাম দা, চাইনিজ কুড়াল, এসএস পাইপ, হকিস্টিক, লোহার রড, আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটায় সজ্জিত হয়ে আরকে ইন্টারন্যাশনাল স্কুলে হামলা চালায়। হামলাকারীরা স্কুলের অফিস কক্ষের একটি ডেস্কটপ, একটি লেপটপ, স্টিলের আলমারি, চেয়ার, টেবিল, দরজা, জানালা, স্কুলের শিক্ষক ও অভিভাবকদের ১০টি মোটরসাইকেল ভাংচুর করে স্কুলের আলমারিতে রক্ষিত নগদ সাড়ে চার লাখ টাকা লুটে নেয়।

এসময় ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর কবির ভুইয়া, তার ছেলে জাপান প্রবাসী রায়হান কবির ভুইয়া সুমন আহত হয়। একপর্যায়ে তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ফাঁকা গুলিবর্ষণ করে পালিয়ে যায়। হমালার ঘটনায় ২০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে জাহাঙ্গীর কবির ভুইয়ার ভাগিনা আরিফ হোসেন বাদী হয়ে খাদুন গ্রামের মৃত জহির উদ্দিন প্রধানের ছেলে তানভীর হাসান মিলন(৩৯), মৃত জহির উদ্দিন প্রধানের ছেলে মোঃ আলমগীর প্রধান (৪৫), মাজুর হোসেনের ছেলে মোঃ ইব্রাহিম (২৮), নাঈমের ছেলে মাহিম (২৬), মোঃ সামির (২২), লিটনের ছেলে মোঃ হিমু মিয়া (২৬), আফতাব উদ্দিনের ছেলে আরিফ (২৭), সোহাগ, তানভীর হাসান মিলনের ভাগিনা মোঃ কাউছার (২৭), পিয়ার আলীর ছেলে রবিন(২৭), সোহেল মিয়ার ছেলে মোস্তাকিম (২৩), তাহের মোল্লার ছেলে মাসুদ মোল্লা (২৬), আবু প্রধানের ছেলে ইয়াছিন প্রধান (২৫), মৃত নজু মিয়ার ছেলে সাইফুদ্দিনকে (৪৫), নামীয় ও অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা নম্বর ৪৫(১২)২০২৪। রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।