ঝিকরগাছা থানাধীন ঝিকরগাছা পৌরসভাস্থ ৩ নং ওয়ার্ড, কৃষ্ণনগর গ্রামে মো শহীদুল ইসলাম এর বাড়িতে।
আজকে ১২ জানুয়ারি সকাল ৭:৩০ মিনিটে ঝিকরগাছা থানাধীন ঝিকরগাছা পৌরসভাস্থ ৩ নং ওয়ার্ড, কৃষ্ণনগর গ্রামে ভিকটিমের প্রাক্তন স্বামীর বাড়িতে ভিকটিম রাহাতুন খাতুন(৪০), প্রাক্তন স্বামী- শহীদ, সাং কৃষ্ণনগর, থানা ঝিকরগাছা, জেলা যশোর কে হাসুয়া দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে অভিযুক্ত প্রাক্তন স্বামী মো শহীদুল ইসলাম, পিতা কাসেম আলী, সাং কৃষ্ণনগর, ঝিকরগাছা, যশোর।
ঘটনাসূত্রে জানা যায় ১ বছর পূর্বে শহিদ ও রাহাতুন খাতুনের সাংসারিক জীবনে দন্দ কলহ লেগে থাকতো তার প্রেক্ষিতে তাদের বিবাহ বন্ধন পারিবারিক ভাবে বিচ্ছেদ ঘটে ।
রাহাতুনের ২ সন্তান তার প্রাক্তন স্বামী শহীদুলের বাড়িতে থাকেন। মাঝে মধ্যে ভিকটিম রাহাতুন তার সন্তানদের সাথে দেখা করার জন্য আসেন। অভিযুক্ত শহীদুল ইসলাম তার প্রাক্তন স্ত্রী রাহাতুন খাতুনকে তার বাড়িতে আসতে মানা করার স্বত্বেও ভিকটিম তার সন্তানদের সাথে দেখা করতে আসেন।
রাহাতুন তার স্বামীর কথা অমান্য করে তার দুই সন্তান দের সাথে মাঝে মধ্যে দেখা করতে আসে। ঠিক তেমনি আজকেও তার সন্তানদের সাথে দেখা করতে আসে রাহাতুন । কিন্তু শহিদুল দেখে ফেলাই তার সাবেক স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয়। উল্লিখিত সময়ে ভিকটিমের সাথে অভিযুক্তের বাদানুবাদ চলাকালীন সময় অভিযুক্ত শহীদ আসামি হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপ মেরে ভিকটিমের হাত ও পায়ে রক্তাক্ত জখম করে।
উপস্থিত লোকজন রাহাতুন কে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং কর্তব্যরত চিকিৎসক ভিকটিমের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানায় ।