ঢাকারবিবার , ১১ ফেব্রুয়ারি ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে অবৈধ মাটি বাণিজ্যের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

50
admin
ফেব্রুয়ারি ১১, ২০২৪ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

মাহাবুব আলম তুষার মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জে অবৈধ মাটি বাণিজ্যের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১লাখ পনেরো হাজার টাকা জরিমানা ও তিন জনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়ছে।

রবিবার দুপুরে দৌলতপুর উপজেলার ধামস্বর ইউনিয়নের বৈরাগীর চক ও কলিয়া ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিন। জেলা যুবলীগের প্রভাবশালী এক নেতার নেতৃত্বে মাটি বাণিজ্য করছিল একটি চক্র। এ নিয়ে দৈনিক তালাশ টাইম পত্রিকায় “অবৈধ মাটি বাণিজ্যে নষ্ট হচ্ছে সড়ক ও ফসলি জমি” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

সহকারী কমিশনার এস.এম ফয়েজ উদ্দিন জানান, অবৈধ মাটি বাণিজ্যের অভিযোগে ধামস্বর ও কলিয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এসময় মোট ৭টি মামলা হয়েছে। চারটিতে ১লাখ পনেরো হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আর তিনটি ড্রাম ট্রাকের ড্রাইভারকে ১লাখ করে জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়ছে। তথ্য দেওয়ায় সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, মাটি বাণিজ্যের কোন সুযোগ নেই। অবৈধ প্রক্রিয়ায় মাটি-বাণিজ্য যারাই করবে তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।