স্টাফ রিপোর্টার :-
বরিশালের বানারীপাড়ায় মৎস্য দপ্তরের এক বিশেষ কম্বিং অপারেশনে মৎস্য সম্পদ ধংসকারী অবৈধ বেহুন্দী জাল জব্দ করা হয়েছে।
২৬ ফেব্রুয়ারী সোমবার রাত ৮ টা বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষের দিক নির্দেশনায় ও মৎস্য কর্মকর্তা মো: নাসির উদ্দিনের নেতৃত্বে বানারীপাড়া সন্ধ্যা নদীর কাজলা ও নান্দুহার এলাকায় চলমান বিশেষ কম্বিং অপারেশনে মৎস্য সম্পদ ধংসকারী ক্ষতিকারক বেহুন্দী (বাধা) জাল জব্দ করা হয়েছে।জব্দকৃত অবৈধ জাল গুলো উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদারের নির্দেশে লঞ্চ ঘাট সংলগ্ন স্থানে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধংস্য করা হয়েছে।
এবং জালে প্রাপ্ত মাছ বিভিন্ন এতিমখানায় বিতরন করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো: নাসির উদ্দিন বলেন, মৎস্য সম্পদ রক্ষায় আমাদের বিভিন্ন কার্যক্রম চলছে। বিভিন্ন জেলে পল্লীতে সচেতনতা সভা, বাজারের মাছ ব্যাবসায়ীদের নিয়ে আইন বিষয়ক সভা, এছাড়াও বিশেষ কম্বিং অপারেশন চলমান রয়েছে। চারটি ধাপে এ অভিযান পরিচালনা হচ্ছে, গতকাল ৩ টি ক্ষতিকারক বেহুন্দী জাল জব্দ করা হয়েছে । এর আগেও আমরা কয়েকটি বেহুন্দী জাল জব্দ করেছি। সামনেও আমাদের এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন মেরিন ফিশারিজ অফিসার প্রতুল জোদ্দার, মেরিন ফিশারিজ সহকারী হুমায়ুন কবির, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহায়ক কর্মী সুমন হাওলাদার, ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের ক্ষেত্র সহকারী নির্ঝর কবির।