উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
নওগাঁর মান্দায় দ্রুত বিচার পাওয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে গ্রাম আদালত। পারিবারিক কলহসহ বিভিন্ন বিরোধ, অভিযোগের মীমাংসা ও হচ্ছে আপসে।
উপজেলার ভারশোঁ ইউনিয়নে গ্রাম আদালতের প্রতি আস্থা রাখছেন সাধারণ মানুষ। গরিব দুঃখী অসহায় মানুষের আস্তার প্রতিক হয়ে কাজ করছেন ইউপিচেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন মাত্র ১০ টাকা ফ্রি দিয়ে ফৌজদারি মামলা এবং ২০ টাকা খরচে দেওয়ানি মামলা করতে পারেন ভুক্তভোগীরা।ছোটখাটো সমস্যায় থানা পুলিশ অথবা কোটকাচারি করতে হচ্ছে না তাদের এতে করে কমেছে সময় ও অর্থ। অল্প খরচে, স্বল্প সময়ে এবং সহজে মামলা নিষ্পত্তির সুযোগ থাকায় দিনে দিনে ভরসা বাড়ছে এ আদালতে ।
একাধিক ব্যক্তি জানায় আমরা আমাদের এই ভারশোঁ ইউনিয়নে গ্রাম আদালতের মাধ্যমে খুব কম সময়ে এবং অর্থ খরচ না করেই গ্রাম আদালতের মাধ্যমে খুব তাড়াতাড়ি মামলা নিষ্পত্তি পেয়েছি ।সরজমিনে গিয়ে দেখা যায়, বুধবার সপ্তাহের একদিন এই ইউনিয়ন পরিষদে বসে গ্রাম আদালত। ভারশোঁ গ্রামের শ্রীমতি শীতা রানী কয়েক মাস আগে পারিবারিক দ্বন্দ্বে মারামারির ঘটনায় থানায় মামলা করেন, এরপর আদালতের মাধ্যমে মামলাটি পাঠায় ইউনিয়ন পরিষদে। ইউপি চেয়ারম্যান ও গ্রাম আদালতের প্রতি আস্থা রেখেই এসেছেন ইউনিয়ন পরিষদে।
তার মতই অনেক ভুক্তভোগী এসেছেন এই ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে। সকাল থেকে বিকাল পর্যন্ত চলে গ্রাম আদালতের কার্যক্রম, এতে সপ্তাহের এই দিনে ২০ থেকে ২৫ টি মামলা শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করা হয়। কাঙ্খিত সেবা পৌঁছে দিতে ইউনিয়ন সচিব ও ইউপি সদস্যদের নিয়ে নিরলস ভাবে কাজ করে চলেছেন ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (সুমন)।