ঢাকাশনিবার , ২ মার্চ ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

ভোজ্যতেলের নির্ধারিত দাম কার্যকরে নেত্রকোনায় ভোক্তা অধিকারের তদারকি

50
admin
মার্চ ২, ২০২৪ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ খান সোহেল নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা শহরের মেছুয়া বাজার এলাকায় তদারকির সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লোকজন। ভোজ্যতেলের নতুন নির্ধারিত দাম কার্যকর করতে তদারকি চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

তদারকির সময় মূল্য তালিকা সঠিকভাবে সংরক্ষণ না করা, পণ্য ক্রয়-বিক্রয়ের রসিদ যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে মেছুয়া বাজার এলাকার তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ সকালে জেলা শহরের মেছুয়া বাজার এলাকায় তদারকিমূলক এ অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নেত্রকোনা কার্যালয়ের সহকারী পরিচালক ওসমান গনী এই অভিযান পরিচালনা করেন। এ সময় জেলা পুলিশ লাইনসের একদল পুলিশ তাঁর সঙ্গে ছিলেন।  সহকারী পরিচালক ওসমান গনী এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সয়াবিন ও পামওয়েলের নতুন নির্ধারিত দাম কার্যকরের বিষয়ে তদারকি করা হয়। এ সময় মূল্য তালিকা সঠিকভাবে সংরক্ষণ না করা, পণ্য ক্রয়-বিক্রয়ের রসিদ যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে বন্ধন সুপার শপকে পাঁচ হাজার, মেসার্স আশোতোষ ভৌমিককে তিন হাজার ও অরুন স্টোরকে দুই হাজারসহ তিন প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি তাঁদের সতর্ক করা হয়।’  ওসমান গনী আরও বলেন, ‘জরিমানা করা ছাড়াও বিভিন্ন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা পরিচালনা করার বিষয়ে পরামর্শ দেওয়া হয়। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।’

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।