ঢাকাবুধবার , ২০ মার্চ ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে বিস্ফোরক মামলায় জেলা বিএনপির সভাপতিসহ ২১ নেতাকর্মী কারাগারে

50
admin
মার্চ ২০, ২০২৪ ১১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ সাইদুর রহমান আপন ষ্টাফ রিপোর্টারঃ

নাশকতা ও বিস্ফোরক আইনের দুই মামলায় শেরপুরে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল ও শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলালসহ ২১ নেতাকর্মীকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

২০ মার্চ বুধবার দুপুরে জেলার শ্রীবরদী ও ঝিনাইগাতী জিআর আমলী আদালতে হাজির হয়ে পৃথকভাবে জামিনের জন্য আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভূঁইয়া ও নুর-ই-জাহিদ তাদের জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে পাঠানো নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক খন্দকার মোঃ শহীদুল হক।

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শেরপুর জেলার শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় নাশকতা ও বিস্ফোরক আইনে দুটি এবং দণ্ডবিধি আইনে শেরপুর জেলা বিএনপির সভাপতি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে দলীয় নেতা-কর্মীদের নামে চারটি মামলা হয়।

পরবর্তীতে ওইসব মামলায় মাহমুদুল হক রুবেলসহ দলীয় নেতা-কর্মীরা উচ্চ আদালত থেকে বিভিন্ন মেয়াদে অর্ন্তবর্তীকালীন জামিন নেন। কিন্তু উচ্চ আদালদের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়সীমার মধ্যে তারা আদালতে হাজির হননি।

পরবর্তীতে বুধবার শ্রীবরদী ও ঝিনাইগাতীর পৃথক জিআর আমলী আদালতে হাজির হয়ে চার মামলায় জামিনের আবেদন জানালে আদালতের বিচারক উভয় পক্ষের শুনানি চালিয়ে দণ্ডবিধির অন্য দুটি মামলায় মাহমুদুল হক রুবেলসহ ২১ নেতা-কর্মীর জামিন মঞ্জুর এবং বিস্ফোরক আইনের অপর দুটি মামলায় তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।