মাসুদ হোসেন খান :
র্যাব-৮, সিপিসি-৩ (মাদারীপুর ক্যাম্প) কর্তৃক মাদারীপুর সদর থানাধীন পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্যকারী ০২ জন ডিম ব্যবসায়ীকে মোট ১৫,০০০.০০ (পনের হাজার) টাকা জরিমানা করা হয়েছে ভোক্তা অধিদপ্তর, মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয় এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্প এর একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
১৪ মে ২০২৪ ইং তারিখ আনুমানিক বেলা ১১ থেকে দুপুর ০১ ঘটিকার সময় মাদারীপুর সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০২ জন অসাধু ডিম ব্যবসায়ীকে সর্বমোট ১৫০০০ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে কাজী জাহাঙ্গীর হোসেন, পিতা- গোলজার হোসেন, থানা-সদর, জেলা-মাদারীপুর -৫,০০০/- এবং শহিদুল ইসলাম, সাং-পুরান বাজার, থানা-সদর, জেলা-মাদারীপুর -১০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে।
তারা কোল্ড স্টোরেজে প্রায় ৬ লাখ ডিম অবৈধভাবে মজুদ করে রাখে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৪৫ মোতাবেক সর্বমোট ১৫০০০/- টাকা জরিমানা করা হয়, এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র্যাব ৮ মাদারীপুর কোম্পানি কমান্ডার ও ভোক্তা অধিদপ্তর মাদারীপুর।